বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন : পলক

আপডেট: May 18, 2023 |

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড্যাঃ আলহাজ্ব মোঃ জুনাইদ আহম্মেদ পলক এমপি বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে মাদ্ররাসা বোর্ড, ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত হাজী সমাবেশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তবো তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের জায়গাহ দিয়েছেন।

কাকরাইল মসজিদের জায়গাহ প্রদান করেছিলেন। আমরা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের জন্য দোয়া করবেন।

পলক বলেন, তিন বছর করোনা ও দুই বছর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আজ সারা বিশ্ব অর্থনীতির অবস্থা খারাপ।

বিশ্বের এক নাম্বার অর্থনৈতিক দেশ আমেরিকার অবস্থাও খারাপ। তারাও নাকি ঢেউলিয়া হওয়ার পথে। তাদের ৩০ টিলিয়ন নাকি ঝণ রয়েছে।

প্রতিমন্ত্রী পলক স্মৃতি চারণ করে বলেন,
২০১০ সালে আমি যখন প্রথম আমার মাকে নিয়ে হজ্ব পালন করতে যাই।

তখন আমার বয়স মাত্র ৩০ বছর। হজ্বের সব কাজ শেষে যখন সয়তানকে পাথর মারতে যাবো। তখন অনেক হাজি সাহেবকে বললেন খালা আম্মা এত কিলোমিটার রাস্তা হেটে যেতে কষ্ট হবে।

যেহুত মা অনেক বয়স্ক মানুষ। তার পক্ষে আপনি পাথর নিক্ষেপ করেন। তখন আমি পাথর নিক্ষেপ করলাম।

পরবর্তীতে কালে মাকে নিয়ে আবার গেলাম হজ্বে। মা আমার সঙ্গে গিয়ে সয়তানকে পাথর মেরে তাবুতে ফিরে এসে দেখি। যারা আমার মাকে দুর্বল বলেছিলেন তাদের আগে আমরা তাবুতে ফিরে আসি। আমার মা সুন্দর ভাবে হজ্বের কাজ সম্পন্ন করেন।

অনুষ্ঠানে আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো.মকবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল-ইমরান, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুল রহমান, সিংড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন,সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর