শিবগঞ্জে আন্তঃ জেলা মিটার চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

আপডেট: May 18, 2023 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নে আন্তঃ মিনিট চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৭ মে) সকালে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম এর নির্দেশনায় এসআই বেলাল হোসেন সঙ্গী ফোর্স নিয়ে উপজেলার পিরব ইউনিয়নের ভাইয়ের পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা মিটার চোরের দুই সদস্যকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের সিহালী উত্তর পাড়া গ্রামের মোঃ মজিবুর রহমান এর ছেলে মোঃ মোস্তফা এবং একই গ্রামের আবুল আজিজ এর ছেলে মোঃ রেজওয়ানুল হক রাজু।

থানা সূত্রে জানা যায়, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ পিরব সাব জোনাল অফিসে এনফোর্সমেন্ট-কো-অর্ডিনেটর মোঃ আব্দুল মতিন ১৭ মে (বুধবার) শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের সিহালী উত্তর পাড়া গ্রামের মৃত- রইচ উদ্দিনের ছেলে আব্দুল আলিম সরকারের অগভীর নলকূপের ১০ কেভি ট্রান্সফরমার গত ৩ মে গভীর রাতে চুরি হলে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে শিবগঞ্জ থানা পুলিশ তৎপর হয়ে অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে পুলিশ এ চুরির সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করে ওই দিন বিকালে তাদেরকে বগুড়া জেলা হাজতে প্রেরণ করা হয়।

শিবগঞ্জ থানা পুলিশ আরও জানান, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে কৃষকের মিনিট চুরি করে আসছিল।

পরবর্তীতে তারা ফোনের মাধ্যমে বিকাশে টাকা নিয়ে আবার মিটার ফেরত দেয়। এদের ভয়ে কেউ থানায় অভিযোগ দেয় না।

এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ আব্দুল মতিন বলেন, এ চক্রটি দীর্ঘদিন যাবৎ ট্রান্সফারম চুরি, মিটার চুরি ও তার চুরি করে আসছে।

এদের কারণে বগুড়া পল্লি বিদ্যুৎ সমিতি-১ ব্যাপক ভাবে ক্ষতি গ্রস্হ হচ্ছে।কিছু দিন আগে ট্রান্সফরম চুরির ঘটনায় থানায় অভিযোগ করেছি।

Share Now

এই বিভাগের আরও খবর