আবারও গ্রেপ্তার হওয়ার শঙ্কা প্রকাশ করলেন ইমরান খান

আপডেট: May 22, 2023 |

আবারও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন তিনি।

পিটিআই চেয়ারম্যান বলেন, আমাদের গণতন্ত্রকে গুঁড়িয়ে দেয়ার জন্য সবকিছু করা হচ্ছে। তাই এই মুহূর্তে ১০ হাজারের বেশি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমার সমস্ত জ্যেষ্ঠ নেতৃবৃন্দ কারাগারে রয়েছেন। মঙ্গলবার আমি জামিনের জন্য ইসলামাবাদে হাজিরা দিতে যাচ্ছি এবং সেই সময় আমাকে গ্রেপ্তার করার সম্ভাবনা ৮০ শতাংশ।

দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী সিএনএনকে বলেছেন, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি এমন যে, বিচারক ও আদালতের সিদ্ধান্তও বাতিল করা হচ্ছে। তিনি বলেন, সম্প্রতি হাই কোর্টের একজন বিচারপতি পিটিআইয়ের এক নেতাকে জামিন দেয়ার পর পুনরায় গ্রেপ্তার করায় কান্না করেছিলেন।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, ১৪ মে নির্বাচন হবে। কিন্তু তার সিদ্ধান্তও উপেক্ষা করা হয়েছে, বলেন সাবেক এই পাক প্রধানমন্ত্রী।

পিটিআইয়ের চেয়ারম্যান বলেন, সরকার আমাকে থামিয়ে দিতে চায়। কারণ তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে রয়েছে। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ইমরান খান গত বছরের অক্টোবরে তাকে হত্যাচেষ্টার কথাও স্মরণ করেন। তিনি বলেন, আমি ভবিষ্যদ্বাণী করেছিলাম যে আমাদের গভর্নরকে যেভাবে হত্যা করা হয়েছিল, আমাকেও সেভাবে হত্যা করা হবে।

তার প্রাণনাশের হুমকি এখনও আছে বলে দাবি করেছেন ৭০ বছর বয়সী পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। আল-কাদির ট্রাস্ট মামলায় আগামী ৩১ মে পর্যন্ত জামিন দিয়েছে ইসলামাবাদের হাইকোর্ট। জামিনে থাকলেও গত বুধবারও তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা জানিয়ে টুইট করেছিলেন ইমরান খান। সূত্র: ডন

Share Now

এই বিভাগের আরও খবর