ইসরাইলি বাহিনীর অভিযানে তিন ফিলিস্তিনি নিহত

আপডেট: May 22, 2023 |

ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর অভিযানে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২১ মে) দিবাগত রাত ১টায় পশ্চিম ফিলিস্তিনের বালাতা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের হত্যা করা হয়। খবর আল-জাজিরার।

সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

নিহতরা হলেন- মুহাম্মদ আবু জায়তুন (৩২), ফাতি আবু রিজক (৩০) এবং আবদুল্লাহ আবু হামদান (২৪)।

স্থানীয়রা জানায়, রাত ১টায় অভিযান চালায় ইসরাইলি বাহিনী। তারা তিন ফিলিস্তিনিকে হত্যা করে। এ সময় তারা বুলডোজার দিয়ে শরণার্থী ক্যাম্পের সদর দরজা বন্ধ করে দেয়, যেন কোনো অ্যাম্বুলেন্স বা সাংবাদিক ভেতরে প্রবেশ করতে না পারে।

তারা বলেন, চলতি বছর এটি ইসরাইলিদের চালানো সবচেয়ে বড় অভিযান।

তবে এই প্রাণহানির বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

চলতি বছরের শুরু থেকেই ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে একের পর এক হামলা চালাচ্ছে। এ মাসের শুরুর দিকেই তারা বালাতাতে অভিযান চালিয়ে দুইজন ফিলিস্তিনিকে হত্যা করে।

এর আগে রোববার (২১মে) নাবুলসের কাছে গাড়ি হামলায় একজন ইসরাইলি সেনা আহত হন। এ ঘটনার পরেই এই অভিযান চালায় ইসরাইলি বাহিনী।

Share Now

এই বিভাগের আরও খবর