বৈশ্বিক মুদ্রাবাজারে ডলারের পতন

আপডেট: May 27, 2023 |
inbound5515620765572802133
print news

বৈশ্বিক মুদ্রাবাজারে অবশেষে যুক্তরাষ্ট্রের ডলারের পতন ঘটেছে। তবে এখনও টানা ৩ সপ্তাহ দেশটির মুদ্রার মান বৃদ্ধির পথে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ঋণ সীমা বৃদ্ধির ইতিবাচক আভাস পাওয়া গেছে।পাশাপাশি দেশটির অর্থনীতি শক্তিশালী হয়েছে। ফলে আরেক দফা সুদের হার বাড়াতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে ইউএস মুদ্রার মূল্য ঊর্ধ্বমুখী রয়েছে।

শুক্রবার জাপানের মুদ্রার বিপরীতে ডলারের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। প্রতি গ্রিনব্যাকের দর স্থির হয়েছে ১৪০ দশমিক ১৫ ইয়েনে।

এদিন অন্যান্য প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১৬ শতাংশ। বর্তমানে যা ১০৪ দশমিক ০৮ পয়েন্টে অবস্থান করছে। এর আগে তা ২ মাসের মধ্যে সর্বোচ্চ ছিল।

আলোচ্য কর্মদিবসে মূল আন্তর্জাতিক মুদ্রার বিরুদ্ধে ইউরো শক্তিশালী হয়েছে শূন্য দশমিক ১৪ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান মুদ্রাটির দাম নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ০৭৩৪ ডলারে। বিগত ২ মাসের মধ্যে যা প্রায় সর্বনিম্ন।

স্টালিং ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩৬ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির মূল্যমান দাঁড়িয়েছে ১ দশমিক ২৩৬৫ ডলারে।

কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার (সিবিএ) মুদ্রা কৌশলবিদ ক্যারল কঙ বলেন, আবার সুদের হার বাড়াতে পারে ফেড। যে প্রত্যাশায় ডলারের দাম বাড়ছে।

Share Now

এই বিভাগের আরও খবর