বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে আগুন

আপডেট: May 27, 2023 |
inbound7949062857870282313
print news

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের অদূরে একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, আগুন লাগা নৌযানের পাশে থাকা লাইটার জাহাজ এমভি মুহুরী-২ থেকে তথ্য পেয়ে ঘটনাস্থলে বন্দরের টাগবোট কান্ডারি-৮ পাঠানো হয়। পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আফছার উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট রওনা দেয়। তবে ভাটার কারণে আমরা সেখানে পৌঁছাতে পারছি না। সৈকতে অবস্থান করছি।

Share Now

এই বিভাগের আরও খবর