বগুড়ার বেতার কেন্দ্রকে পূর্ণাঙ্গ কেন্দ্র স্হাপনের আশ্বাস


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মোঃ ইরফান বগুড়ার কাহালু বেতার কেন্দ্র পরিদর্শন করেছেন।
শুক্রবার (২ জুন) দুপুরে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর আমন্ত্রণে বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মোঃ ইরফান বগুড়া জেলার কাহালুতে অবস্হিত বেতার কেন্দ্রটি পরিদর্শন করেন।
বগুড়া সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা দীর্ঘদিন ধরে বগুড়ার কাহালু উপজেলার দরগাহাটে ১০০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বেতার কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র হিসাবে চালু করার দাবি করে আসছিল।
শুকবার দুপুরে বাংলাদেশ বেতারের মহাপরিচালক নসরুল্লাহ মোঃ ইরফান বগুড়া- কাহালুর এই কেন্দ্রটি পরিদর্শন আসেন।
এসময় স্হানীয় রাজনৈতিক নেতা,শিল্পী,সাংবাদিক ও কলাকুশলীদের দাবি শুনে পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র করার বিষয়ে আশ্বাস দেন।
বেতার কেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিতি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, বগুড়া-৬ আসনের,সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বাংলাদেশের বেতারের প্রধান প্রকৌশলী তৌহিদুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শহিদুর রহমান, কাহালু বেতার বেতার কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মঈনুল হক,বাংলাদেশ গ্রাম থিয়োটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না,কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ,বগুড়া জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকীসহ রাজনৈতিক নেতা ও স্হানীয় শিল্পীরা।
এসময় সাংস্কৃতিক কর্মীদের দাবির মুখে বাংলাদেশ বেতারের মহাপরিচালক নসরুল্লাহ মোঃ ইরফান সকল আশ্বাস দেন। পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র করার জন্য তিনি পূর্ণাঙ্গ বেতার কেন্দ্রের বরাদ্দের বিষয়ে মন্ত্রণালয় ও সচিবালয়ে যোগাযোগ করার জন্য বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর সহযোগিতা চান।
তিনি বলেন, এই কেন্দ্রটিতে সব আছে একটি স্টুডিও হলে স্হানীয় শিল্পীরা এই স্টুডিওতে অনুষ্ঠান করতে পারবেন।
১৯৮৭ সালে ২৫ একর জায়গার উপর ৮ কোটি ৫১ লাখ ৬ হাজার টাকা ব্যায়ে এই বেতার কেন্দ্রটি নির্মিত হয়। এই বেতার কেন্দ্রের অনুষ্ঠানগুলো রিলো করে এখান থেকে সম্প্রচার করা হয়।