রাশিয়ায় বহুতল ভবনে বিস্ফোরণে নিহত ৪, নিখোঁজ ৪০
আপডেট: January 1, 2019
|
রাশিয়ার ম্যাগনিতোগোরস্ক শহরে একটি বহুতল ভবনে বিস্ফোরণের চারজন নিহত হয়েছে। এসময় আরও বেশ কয়কজন নিখোঁজ রয়েছে। এই ঘটনায় তল্লাশি অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। গ্যাস লিক হয়েই ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয় কর্মকর্তারা।
এদিকে ঘটনাস্থল থেকে কমপক্ষে ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে সাতজনই শিশু। দুই শিশুসহ পাঁচজন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উরাল শহরে কর্মকর্তা জানান, বহুতল ভবনটিতে প্রায় ১২০ জন বসবাস করে। বহুতল ওই ভবনটিতে বিস্ফোরণের ঘটনায় ৪৮টি ফ্ল্যাট ধসে পড়েছে।
এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘটনাস্থল পরিদর্শন করে এই দুর্ঘটনাকে ‘ট্র্যাজিডি’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার কথা উল্লেখ করেছেন।