যশোরের বেনাপোলে শক্তিশালী বোমা বিস্ফোরণ

আপডেট: June 8, 2023 |
inbound1164514344988490215
print news

যশোরের বেনাপোলে একটি ট্রান্সপোর্ট অফিসের ভিতরে শক্তিশালী বোমা বিষ্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে ভবনের দেয়ালে ফাটল ধরেছে। উড়ে গেছে অফিসের সাটার। বোমার আগুনে পুড়ে গেছে অফিসে থাকা সকল ফার্নিচার। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে যশোরের বেনাপোল বন্দরের ছোঁটআচড়া মোড়ে আলিফ ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দোকানটির মালিক হাবিবুর রহমান হবি সরদার বলেন, লিটন নামের এক ব্যক্তি দোকান ভাড়া নিয়ে ট্রান্সপোর্ট ব্যবসার পাশাপাশি কর্কশিট বেচাকেনা করতেন।

হঠাৎ আজ ভোর সাড়ে ৪ টার দিকে অফিসের ভিতর বোমা বিস্ফোরিত হলে আশেপাশে আতঙ্কের সৃষ্টি হয়। লোকজন ছুটি আসে। যেকোন সময় দেয়াল ধসে পড়তে পারে। ফায়ার সার্ভিসের গাড়ি এসে বোমার আগুন নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিস্ফোরণে অফিসে আগুন লেগে যায়। পরে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া জানান, বোমার আঘাতে ভিতরে থাকা সব কিছু পুড়ে গেছে। বোমা শক্তিশালী হওয়ায় ফাটল ধরেছে মার্কেটের দেয়ালে। বোমা অফিসের ভিতরেই রাখা ছিল। প্রচণ্ড গরমে সেটা বিস্ফোরিত হয়েছে বলে তিনি ধারণা করছেন। তবে এ সময় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে ট্রান্সপোর্টর মালিক লিটন রহমানকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর তিনি গা-ঢাকা দিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর