সিংগাইরে শতাধিক পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ, প্রতিবাদে মানববন্ধন

আপডেট: June 16, 2023 |
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : ব্যক্তিগতভাবে জমি, স্বেচ্ছাশ্রম, অর্থের যোগান দিয়ে একটি রাস্তার কাজ সম্পন্ন করেও জনৈক ব্যক্তির বাঁধার মুখে রাস্তাটি করতে পারছেন না এলাকাবাসি।

প্রবেশ মুখে এমন বাঁধায় শতাধিক পরিবার যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার ২ নং ওয়ার্ডের আজিমপুর পশ্চিমপাড়া মহল্লায় এমন ঘটনায় বেশ কিছু দিন ধরে উত্তেজনা বিরাজ করছে।

রাস্তার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন করেছেন।

স্থানীয় পৌর কাউন্সিলর মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে এলাকার শতাধিক মানুষের অংশগ্রহণে সিংগাইর-মানিকনগর সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, সদ্য নির্মিত এ রাস্তাটি ৯৫ ভাগ সম্পন্ন করা হলেও স্থানীয় লুৎফর রহমান নাতু‘র বাঁধার মুখে পশ্চিম পাশের প্রবেশ পথ বন্ধ রয়েছে।

ফলে ওই রাস্তার সুফল  পাচ্ছেন না তারা। রাস্তা না থাকায়  কৃষকরাও  গরু-বাছুর নিয়ে চাষাবাদে বাঁধাগ্রস্থ হচ্ছেন। ইতিপূর্বে প্রতিকার চেয়ে থানা পুলিশ ও পৌর মেয়রের শ্বরণাপন্ন হয়েও ফল পাননি তারা।

বক্তারা অভিযোগ করে বলেন, রাস্তার বাঁধা প্রদানকারী লুৎফর রহমান নাতু‘র জমির ভেতরে সরকারি অতিরিক্ত জমি থাকা সত্ত্বেও এলাকাবাসির যাতায়াতের জন্য সে জমিও ছাড়ছেন না তিনি।

এ বিষয়ে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মো. সাঈদুর রহমান, আমির হোসেন খোকা ও মফিজুর রহমান প্রমুখ।

অভিযুক্ত মো. লুৎফর রহমান নাতু বলেন, দালালচক্র জমির ব্যবসা করার জন্য নতুন রাস্তা বের করছেন। আমি কিছুতেই আমার জমির ওপর দিয়ে রাস্তা করতে দিব না। নকশা-পর্চা অনুযায়ী তার দখলীয় জায়গার পরিমাণ কম রয়েছেন বলেও তিনি দাবি করেন।

সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মো. বাশার বলেন, রাস্তাটি এলাকাবাসির প্রয়োজন এটা যেমন সঠিক, কারো ব্যক্তিগত জায়গা সে ছাড় না দিলে অনুরোধ করা ছাড়া অন্য কিছু করার সুযোগ নেই।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর