ঈদুল আজহা কবে, জানা যাবে আজ

আপডেট: June 19, 2023 |
inbound432174511592129310
print news

জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে পবিত্র ঈদুল আজহা। আজ (সোমবার, ১৯ জুন) সন্ধ্যায় জানা যাবে, ঈদুল আজহা অনুষ্ঠিত হবে কবে।

আজ সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) হিজরি চলতি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদের তারিখ নির্ধারণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

এতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সভাপতিত্ব করবেন।

রোববার (১৮ জুন) ইসলামী ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ইসলামিক ফাউন্ডেশনের টেলিফোন নম্বরে কিংবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা নিজ এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, সৌদি আরবের আকাশে রোববার (১৮ জুন) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ জুন (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সৌদির চাঁদ দেখা কমিটির বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস (হজ) এবং ২৮ জুন ঈদুল আজহা (কোরবানি) উদ্‌যাপিত হবে।

এর আগে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। রোববার চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ২৯ জুন (বৃহস্পতিবার) কোরবানির ঈদ উদ্‌যাপন করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর