সুখে দুখে আপনাদের পাশে আছি, আজীবন থাকবো: পলক

আপডেট: June 27, 2023 |
inbound8486773325681481372
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী মুহাম্মদ জুনাইদ আহমেদ পলক এমপি বলেন,সুখে দুখে আপনাদের পাশে হিসেবে আছি, থাকবো।

করোনার সময় ভয়াবহ অবস্থা মোকাবিলা করা হয়েছে। ঘরে বসে থাকিনি। মানুষের পাশে দাঁড়িয়েছি। অল্প বয়সে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদে চলনবিলের প্রানের দাবি তুলে ধরেছি।

মাননীয় প্রধানমন্ত্রী তা পুরন করেছেন। মাত্র ১৪ বছরে সিংড়া উপজেলাকে উন্নত, আধুনিক জনপদে পরিনত করেছি।

মঙ্গলবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারকে পুনর্বাসনের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর