রাজশাহীতে আগুনে পুড়ে মায়ের মৃত্যু, চিকিৎসা দুইছেলে সংকটাপন্ন

আপডেট: June 30, 2023 |

ওবায়দুল ইসলাম রবি. রাজশাহী  প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় রান্নাঘরের খড়ির আগুনে দ্বগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় স্কুল শিক্ষিকা মায়ের মত্যু এবং ২ চিকিৎসক হয়েছে সন্তান আগুনে ৪৫ শতাংশ দগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগতরাত ২টার দিকে উপজেলার মাদারিগঞ্জ বাজারের আশা সিনেমা হল এলাকায় দূর্ঘটনাটি ঘটেছে। ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হয়ে নিহতের নাম ফরিদা ইয়াসমিন (৪২)।

তিনি দুর্গাপুর উপজেলার শিবপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। নিহত শিক্ষিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর এক্স-রে বিশেষজ্ঞ এজাজুল বাশার স্বপনের স্ত্রী।

একই ঘটনায় শরীরের ৪৫ ভাগ পুড়ে দ্বগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদেরই ২ পুত্র সদ্য এমবিবিএস শেষ করা চিকিৎসক সন্তান ডা. রাশিদুল বাসার ও ডা. শাফিউল বাসার।

নিহতর পরিবারের সূত্রে. গতকাল ছিল পবিত্র ঈদুল আযহার দিন। পরিবারের সকলে মিলে পশু কোরবানি করেন।

সেই মাংস কিছু রান্নাবান্না করে পরিবারের সকলে মিলে রাতের খাবার শেষ করেন। রাতের খাবারের শেষে এজাজুল বাশার স্বপন রাজশাহী নগরীর বাসায় চলে আসেন।

আর শিকিক্ষা মা ও চিকিৎসক দুই সন্তান অন্য কক্ষে ঘুমিয়ে পড়েন।

কিন্তু নিহত শিক্ষিকা কুরবানির মাংস রান্না করার লক্ষে চুলার আগুন রেখে দেন। একপর্যায়ে ওই মাংস গুলোতে আগুন লেগে যায়।

এই আগুনের বারনেই শিক্ষিকা মা ফরিদা ইয়াসমিন শয়নকক্ষেই ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

পাশের কক্ষে থাকা চিকিৎসক দুই ভাইয়ের শরীরে আগুন লাগলে তারা বাসার ছাদে উঠে নিচে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন।

ঘটনার বিষয়াটি এলাকাবাসি জানতে পারলে অনুমান রাত ৩.১৫টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

চিকিৎসক ২জনের শরীরের ৪৫ ভাগ পুরে গেছে বলে জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক।

চিকিৎসক দুই জনের শারীরিক অবস্থা ও অবনতি ঘটলে রাতেই তাদেরকে ঢাকা বার্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর