ইন্দুরকানীতে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট: July 6, 2023 |
inbound7903385548274304429
print news

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে পানিতে ডুবে মো: মাহিম খান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকাল ৫ টায় উপজেলার পত্তাশী ইউনিয়নের দক্ষিন পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। মাহিম ওই এলাকার মো: মান্নান খানের বড় ছেলে।

স্থানীয়রা জানান, মাহিম তার বাবার বাড়ি থেকে একা দাদা বাড়ি যাওয়ার পথে সাঁকো পাড় হতে গিয়ে পা ফসকে খালে পড়ে যায়।

পরে স্থানীয় লোকজন শিশুটিকে খাল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যার দিকে শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঐ ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন জানান, আব্দুল মান্নান খানের ছেলে মাহিম খান দাদা বাড়ি যাওয়ার সময় সাঁকো থেকে খালে পড়ে পানিতে ডুবে মারা যান।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, খালে পরে শিশুর মৃত্যুর খবর শুনে সাথে সাথে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে গত ছয় মাসে খাল,পুকুর ও ডোবার পানিতে ডুবে ইন্দুরকানীতে ৬ শিশুর মৃত্যু হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর