সিংড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও শ্বাশুড়ীসহ তিনজনকে কারাদন্ড

আপডেট: July 6, 2023 |
inbound7998107395746594880
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও শ্বাশুড়ীসহ তিনজনকে ১০ বছর করে কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে প্রত্যকের ২০ হাজার টাকা করে জরিমানাও করেন আদালত।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- স্বামী সানিউল ইসলাম, শ্বাশুড়ী সাবিনা ইয়াসমীন ও ননদ রিভু খাতুন।

মামলা সুত্রে জানা গেছে, ২০১১ সালের ৩ অক্টোবর যৌতুকের দাবীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির বারান্দায় ফেলে স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে যায়।

পরে প্রতিবেশীদের মাধ্যমে নিহত গৃহবধূর বাবাসহ আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখতে পায়।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতার মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় দিনই নিহতের বাবা বাদী হয়ে নিহতের স্বামী, শ্বশুড়, শ্বাশুড়ীসহ ৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে মামলা দায়েরের পর পুলিশ তদন্ত করে নিহত গৃহবধূর স্বামী, শ্বাশুড়ী ও ননদের নামে আদালতে চার্জশীট দাখিল করেন।

এরপর দীর্ঘ প্রায় ১২ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে আদালতের বিচারক এই রায় প্রদান করেন।

এসময় মামলার রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর