বগুড়ায় আঃলীগ নেতার এক হাজার কাঁচা মরিচের গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

আপডেট: July 8, 2023 |
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে রাতের আধারে এক আওয়ামী লীগ নেতার প্রায় এক হাজার কাঁচা মরিচের গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

এতে তার দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ওই কৃষক।

বৃহস্পতিবার রাতে বগুড়ার নন্দীগ্রামের পৌর এলাকার নামুইট গ্রামে এ ঘটনা ঘটে।

স্হানীয় সূত্রে জানা গেছে, গত চারমাস আগে নন্দীগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নামুইট মাঠে সাড়ে ১৬ শতক জমিতে দুই হাজার তিনশতটি কাঁচা মরিচের চারা রোপন করেন।

ইতিমধ্যে গাছে প্রচুর পরিমাণ মরিচ ধরা শুরু করেছে।

এর মধ্যে বৃহস্পতিবার রাতের আধারে দুর্বৃত্তরা প্রায় এক হাজার মরিচ গাছ উপড়ে ফেলে দিয়েছে। এতে করে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

মরিচ চাষি আব্দুল মান্নান বলেন, প্রতি বছরেই আমি মরিচসহ বিভিন্ন ফসল চাষ করি। এবারও সাড়ে ১৬ শতক জমিতে মরিচের চারা রোপন করেছিলো।

গাছে প্রচুর পরিমাণ মরিচ ধরেছে। প্রতিপক্ষরা প্রায় এক হাজার মরিচ গাছ উপড়ে ফেলেছে।

তার গ্রামে রাজনৈতিক মতবিরোধ রয়েছে। তাই বলে গাছের সাথে এ কেমন শত্রুতা? জমির মচির গাছ তো কারও সঙ্গে শত্রুতা করেনি।

হয়তো আমার প্রতিপক্ষরা মরিচ গাছ উপড়ে ফেলে আামার এই ক্ষতি করতে পারে।

পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিরুল ইসলাম বলেন,সে কারো কখনো ক্ষতি করেনি।

অথচ রাতেট আধারে দুর্বৃত্তরা তার মরিচ ধরা গাছ উপড়ে ফেলেছে। বিষয়টি দুঃখজনক।

নন্দীগ্রাম উপজপলা কৃষি কর্মকর্তা আদনান বাবু জানান,এটা অমানবিক। পূর্বের শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটাতে পারে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্হ মরিচ চাষিকে কৃষি বিভাগ থেকে কৃষি প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হবে।

নন্দীগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন আলীর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।

তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর