রাজাপুরে রহস্যজনক ভাবে দুই স্কুলছাত্রী নিখোঁজ, চার দিনেও সন্ধ্যান মেলেনি

আপডেট: July 8, 2023 |
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে রহস্যজনক ভাবে দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। গত চার দিনেও কোন সন্ধ্যান মেলেনি তাদের।

উপজেলার সদর ইউনিয়নের মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ছাত্রীর নিজ নিজ পরিবার থানায় আলাদা দুইটি সাধারণ নিখোঁজ ডায়রী করেন।

নিখোঁজ ঐ দুই স্কুলছাত্রীরা হলো মো. দালা উদ্দিন হাওলাদারের মেয়ে সানজিদা আক্তার মীম (১৪), সে নবম শ্রেনীতে পড়ে।

হুমায়ুন কবির হাওলাদারের মেয়ে মারিয়া ইসলাম শিমু (১২), সে ৭ম শ্রেনীতে পড়ে।। তারা উভয় রাজাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রী বলে অত্র প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম নিশ্চিত করেন।

জানাগেছে, ঐ স্কুলছাত্রী দুইজন একই এলাকায় পাশাপাশি বসবাস করতেন।

গত মঙ্গলবার (৪জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে প্রাইভেট শিক্ষকের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।

পরে আর তারা বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পরেও চার দিনেও তাদের কোন সন্ধ্যান মেলেনি। এতে ঐ এলাকায় সবার মধ্যে আতংক বিরাজ করছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় নিখোঁজ ডায়রীর বিষয় নিশ্চিত করে বলেন, সকল থানায় বেতার বার্তা পাঠিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর