সিংগাইরে মরহুম সৈয়দ আলী মাস্টার স্মৃতি ফুটবল খেলার উদ্বোধন

আপডেট: July 29, 2023 |
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে মরহুম সৈয়দ আলী মাস্টার স্মৃতি ফুটবল টূর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই ) দক্ষিণ জামশা কল‍্যাণ কামী যুবক সমিতির আয়োজনে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে বিকেল সাড়ে ৪ টার দিকে এ খেলার উদ্বোধন করেন জামশা ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান।

মহিলা রেফারি আফরিনের পরিচালনায় উদ্বোধনী খেলায় অংশ নেয় ঢাকা জেলার নবাবগঞ্জের মাতাবপুর নওজোয়ান ক্লাব ও দোহারের রিয়ান ফুটবল একাদশ।

খেলায় ২-১গোলে মাতাবপুর নওজোয়ান ক্লাব জয় লাভ করে।

মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় ও মো. মোতালেব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ ফজলুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জামশা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক রফিক মোল্লা, সাবেক প্রধান শিক্ষক আবজাল হক মোল্লা, জামশা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সিদ্দিকুর রহমান মোল্লা ও মানিকগঞ্জ জেলা কৃষকলীগের সদস্য মো. রফিকুল ইসলাম রবিন প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর