হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট: July 29, 2023 |
inbound8096775002507461583
print news

পবিত্র আশুরা উপলক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।

শনিবার সকালে হিলি সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আশুরা বা মহরম উপলক্ষ্যে আজ (শনিবার) সকাল থেকে ভারতের সঙ্গে এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার থেকে যথারীতি আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল শেখ জানান, আশুরা উপলক্ষ্যে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর