বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

আপডেট: August 7, 2023 |
inbound5415031055242114131
print news

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। চলতি সপ্তাহে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এর আগে দেশটির মুদ্রা ডলারের মান বেড়েছে।

সোমবার (৭ আগস্ট) নিরাপদ আশ্রয় ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৩৬ ডলার ৮০ সেন্টে।

আগের কার্যদিবসে (শুক্রবার) যা গত ১১ জুলাইয়ের পর সর্বনিম্নে নেমে গিয়েছিল। এরপর তা শূন্য দশমিক ৪ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছিল।

একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন ঘটেছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ১৯৭১ ডলার ৬০ সেন্টে।

আগামী বৃহস্পতিবার মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে মার্কিন কর্তৃপক্ষ। মূলত, এ তথ্যের ওপর ভিত্তি করে স্বর্ণের দাম সুদের হার বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেবে ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড)।

বিখ্যাত ধাতু বিশেষজ্ঞ এডওয়ার্ড মেয়ের বলেন, চলতি মাসে স্বর্ণ ও রৌপ্যের দর বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

কারণ,আগামী দিনে সুদের হার বাড়ানো থেকে বিরত থাকতে পারে ফেড। সেই সঙ্গে ডলারের তেজ কমতে পারে।

বিদায়ী জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮৭ হাজার জনের চাকরি হয়েছে। পূর্বাভাসে চেয়ে যা অনেক কম। প্রত্যাশা ছিল, আলোচ্য মাসে দেশটিতে কর্মসংস্থান হবে ২ লাখ ৫ হাজার মানুষের।

অবশ্য তুলনামূলকভাবে জুলাইয়ে মার্কিন মুলুকে বেকারত্ব কমেছে। গত মাসে যে হার কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৫ শতাংশে।

আগের মাসে (জুন) যা ছিল ৩ দশমিক ৬ শতাংশ।
সবশেষ জুলাইয়ে যুক্তরাষ্ট্রে গড়ে ঘণ্টায় কর্মীদের আয় বেড়েছে ১৪ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ।

সবমিলিয়ে গত মাসে তাদের মজুরি বৃদ্ধি পেয়েছে ৩৩ ডলার ৭৪ সেন্ট।

আগের আভাসের চেয়ে তা বেশি। অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন, এ মাসে শ্রমিকদের আয়-রোজগার বৃদ্ধি পাবে শূন্য দশমিক ৩ শতাংশ। এ পরিস্থিতিতে স্বর্ণের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর