জাতীয় শোক দিবসে ইবির শেখ হাসিনা হলে আলোচনা সভা ও দোয়া

আপডেট: August 15, 2023 |

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

মঙ্গলবার (১৫ আগষ্ট) বেলা দুইটার দিকে হাসিনা হলের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফারিয়া মীমের সঞ্চালনায় হল প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উক্ত হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. নুরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হলের পেশ ঈমাম মনিরুজ্জামান, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, হলের কর্মকর্তা ও আবাসিক শিক্ষার্থীবৃন্দ।

সভাপতির বক্তব্যে হল প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব দেয়ার ক্ষমতা ছিলো স্কুল জীবন থেকেই।

তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে পরিচিত হয়েছে। এই বাংলাদেশকে বিশ্বে নিচিহ্ন করার উদ্দেশ্যেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়।

আজ এই দিনে আমি তার ও তার পরিবারের আত্মার মাগফিরাত কামনা করি।

বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির রায় হয়েছে তবে যারা বিদেশে এখনও পালিয়ে আছে আরাম আয়েশে বসবাস করছে তাদের এই চলাফেরা আমাদের কষ্ট দেয়।

আমি আশা করছি আন্তর্জাতিক আইন মেনে খুব শীঘ্রই তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনা হবে।

অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর