জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত


বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মোরেলগঞ্জ পৌর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি শাহ-আলম তালুকদারের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আল-আমিন শেখ’র সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্রভাষক জহিরুল ইসলাম সুমন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ তালুকদার,নির্বাহী সদস্য মাহমুদুল রিয়াদ।
অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মিজানুর রহমান পাখি, অর্থ সম্পাদক সাগর তালুকদার রনি, সদস্য তরিকুল মিনা প্রমুখ।সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হাই।
১৫ ই আগস্টে নিহত সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এছাড়াও স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।