প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার


আলী আজগর পনির, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের লাছারকান্দা গ্রামের হতদরিদ্র কৃষক আবুল কালামের পরিবারের ৩টি শিশু জন্ম থেকেই প্রতিবন্ধী,নাই কোন সরকারি সুযোগ ,সুবিধা প্রতিবন্ধী কার্ড।
এই তথ্যটি সংগ্রহ করে, সাংবাদিক হাবিবুর রহমান একটি সংবাদ প্রকাশ করে, এক পরিবারের তিন প্রতিবন্ধী পাচ্ছে না, সরকার কোন সুযোগ সুবিধা।
এই সংবাদ প্রকাশিত হওয়ার পর, ২০ আগস্ট রোজ রবিবার, মদন উপজেলার মানবিক (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া ঐ হতদরিদ্র পরিবারের প্রতিবন্ধী শিশু শফি উল্লাহ ( ১০) কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি হুইল চেয়ার উপহার দেন এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী একটি কার্ড নিশ্চিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, ফতেপুর (ইউপি) চেয়ারম্যান সামিউল হায়দার সফি,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ,উপজেলা এলজিইডি প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল।
প্রতিবন্ধী শিশু শফিউল্লাহ কে হুইলচেয়ার ও প্রতিবন্ধী কার্ড করে দেওয়ায় হতদরিদ্র পরিবারটি খুশি প্রকাশ করে এবং প্রতিবন্ধী শিশু শফিউল্লাহ নতুন হুইল চেয়ার পেয়ে খুবই আনন্দিত হয়েছে।
তার পিতা আবুল কালাম বলেন, হুইল চেয়ার না থাকার কারণে বাচ্চাটিকে কোলে করে এদিক সেদিক নিয়ে যেতে খুবই কষ্ট হতো, এখন আর এই কষ্টটা হবে না, কিছুটা হলেও লাগব হবে, আমার পরিবারের।
এসময় মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া তিনি বলেন, এ ধরনের হতদরিদ্র (অটিজম প্রতিবন্ধী ) শিশুর জন্য মদন উপজেলা প্রশাসন সবসময় সেবা দেওয়ার জন্য নিয়োজিত আছে।