বগুড়ার শিবগঞ্জে সরকারি রাস্তার কাজে বাঁধা


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে এলজিইডি’র বাস্তবায়নে চিলোইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়কের কাজে সাবেক চেয়ারম্যান কর্তৃক রাস্তায় বাঁশের খুঁটি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি।
উপজেলা প্রশাসন কর্তৃক বাঁশের খুঁটি অপসরণ করায় সাবেক চেয়ারম্যানের সাথে উপজেলা চেয়ারম্যানের বাকবিতন্ডতা, রাস্তার কার্পেটিং কাজ বন্ধ।
জানা গেছে, উপজেলার কিচক ইউনিয়নের চিলোইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩৫ মিটার ৮ফিট প্রসস্থ সংযোগ সড়কের কার্পেটিং কাজ শুরু হয়েছে।
কাজটি মিজান কনস্ট্রাকশন নামে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছেন। হঠাৎ করে গত কয়েক দিন পূর্বে কিচক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুঞ্জুরুল আলম ফকির বাঁশের খুঁটি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এতে রাস্তার কাজ সম্পূর্ণ রূপে বন্ধ হয়। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পারেন।
পরবর্তীতে গত সোমবার বিকালে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, কিচক ইউপি চেয়ারম্যান নাজমুল কাদির শাহজাহান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় রাস্তার মাঝে বাঁশের খুঁটি দেখে উপজেলা চেয়ারম্যান তা অপসারণ করেন।
এতে সাবেক চেয়ারম্যান সহ তার লোকজন ক্ষিপ্ত হলে উভয়ের মধ্যে বাকবিতন্ডতা সৃষ্টি হয়। ফলে রাস্তার কার্পেটিং কাজ সম্পূর্ণ রূপে বন্ধ হয়।
এব্যাপারে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু বলেন, সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম ফকির হঠাৎ করে রাস্তার মাঝে বাঁশের খুঁটি দ্বারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
রাস্তাটি সরকারি ও জন সাধারণের দীর্ঘদিনের যাতায়াতের রাস্তা। আগামী দাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই চিলোইল প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সংযোগ সড়কের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে ।
সাবেক চেয়ারম্যান গায়ের জোরে রাস্তায় বাঁশের খুঁটি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পরিস্থিতি উত্তোপ্ত করেন।
সাবেক ইউপি চেয়ারম্যান মুঞ্জুরুল আলম ফকির বলেন, আমার আংশিক জমির উপর দিয়ে অবৈধ ভাবে আমাকে না জানিয়ে রাস্তার কাজ শুরু করেন।
রাস্তার পাশ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করেই কাজ করায় আমি বাঁশের খুঁটি দিয়ে আমার সীমানা নির্ধারণ করেছি।
তবে উপজেলা চেয়ারম্যান আমাকে না জানিয়ে বাঁশের খুঁটি অপসারণ করায় এ পরিস্থিতি সৃষ্টি হয়।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম বলেন, ৩৩৫ মিটার সংযোগ সড়কটি ৮ ফিট চওড়া, ১২ ও ১৩ ফিট রাস্তা সরকারি ম্যাপে নক্সা রয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যান কোন কিছু না বুঝেই বাঁশের খুঁটি দিয়ে রাস্তার কাজে বাঁধা সৃষ্টি করেছেন।
চিলোইল গ্রামের মিজানুর রহমান বলেন, রাস্তার প্রয়োজন রয়েছে। কিন্তু রাস্তাটি উচুঁ হওয়ায় অধিকাংশ বাড়ি নিচু হয়েছে।
পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে এ রকম পরিস্থিতি সৃষ্টি হতো না।