এশিয়াকাপ স্কোয়াডে ক্রিকেটার তাইজুল রাখার দাবিতে মানব বন্ধন
আপডেট: August 25, 2023
|


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: এশিয়াকাপ স্কোয়াডে ক্রিকেটার তাইজুল ইসলামকে না রাখার প্রতিবাদে মানব বন্ধন করেছে নাটোরবাসী।
শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নাটোরের ক্রিকেট ক্রীড়া মোদী জনতার ব্যানারে এই মানব বন্ধন করা হয়।
মানব বন্ধনে নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী, সহ নানা শ্রেণি ও পেশার মানুষ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, তাইজুল ইসলাম একজন ভাল েিক্রকটার হওয়া সত্বেও তাকে এশিয়াকাপ স্কোয়ার্ডের তালিকায় রাখা হয়নি।
তাইজুল ইসলামকে এশিয়াকাপ ক্রিকেট স্কোয়ার্ডে অন্তভর্‚ক্তির জন্য প্রধান মন্ত্রী ও ক্রিকেট কাউন্সিলের কাছে দাবি জানান বক্তারা।