চারঘাটে শেখ রাসেল দিবস পালিত


মোঃ খোরশেদ আলম, চারঘাট প্রতিনিধি: সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটে বর্ণাঢ্য আয়োজনে “শেখ রাসেল দিবস” পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তওে শেখ রাসেলের প্রতিকিৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল এর ৬০তম জন্মদিন উদযাপন উপলক্ষে একটি র্যালি উপজেলা চত্তর থেকে বের হয়।
পরে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র একরামুল হক, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডার মিজানুর রহমান আলমাস, উপজেলা সহকারী কমিশনার মানজুরা মুশাররফ, কৃষিবিদ লুৎফুন নাহার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক কর্মকর্তা শফিউল ইসলাম,চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সিদ্দিকুর রহমান প্রমুখ।
শেষে কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে ইউনিয়ন পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হয়।
এ ছাড়াও বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতারণ করা হয়। অপর দিকে উপজেলার সকল সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে নিজ উদ্যোগে “শেখ রাসেল দিবস” পালিত হয়েছে।