ঘুমের ওষুধে খেয়ে আত্মহত্যার চেষ্টা তিশার , সুস্থ হয়ে হাসপাতাল থেকে রিলিজ

আপডেট: November 16, 2023 |
boishakhinews
print news

 

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বিকেলে তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ নির্মাতা প্রীতি দত্ত।
তিনি বলেন, ‘দুপুরের দিকে তিশাসহ সবাই বাসায় ফিরেছে।

এখন সুস্থ আছে। খাওয়াদাওয়া করছে। আপাতত কোনো শঙ্কা নেই।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, গতকাল বুধবার মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় তিনি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিশা।

পরে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে।
অভিনয়শিল্পী সংঘ জানায়, গত বুধবার রাতে মধ্যরাতে বুকে ব্যথা হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া। এদিকে নির্মাতা প্রীতি দত্ত জানায়, ফুড পয়জনিংয়ের কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে ঘনিষ্ঠজনরা জানান, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেমের সম্পর্ক আছে। তবে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। সেটার জেরেই আত্মহত্যার চেষ্টা করেন তিশা।

Share Now

এই বিভাগের আরও খবর