অভিনয়শিল্পী সংঘ তানজিন তিশাকে নিয়ে যা বলেছে

আপডেট: November 16, 2023 |
boishakhinews 86
print news

 

গতকাল মধ্যরাতে অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর বেরোয়। ছোট পর্দার এক অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্ক ও মনোমালিন্যের জেরে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অনেকের ধারণা। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউই।

এদিকে বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, বুধবার মধ্যরাতে বুকে ব্যথার কারণে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিশাকে। সেখান থেকে তাকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন তিনি।
বিষয়টি নিয়ে অফিশিয়ালি বক্তব্য দিয়েছে ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ।

সংগঠনটির বরাত দিয়ে সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান তার ফেসবুকে লিখেছেন, ‘অভিনয়শিল্পী তানজিন তিশা গত রাতে হঠাৎ করে অসুস্থ হলে তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তারপর স্কয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনি এখন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। আপনাদের সবার আবেগ, উৎকণ্ঠা ও প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ।’
এদিকে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তিশার।

সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়।

Share Now

এই বিভাগের আরও খবর