৪ বছরের ‘নাতনি’কে ধর্ষণ, ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
টাঙ্গাইলের ভূঞাপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষক মুসাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
মুসা উপজেলার নিকরাইল ইউনিয়নের একরাম উদ্দীনের ছেলে।
শনিবার বিকালে উপজেলার পাটিতাপড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আজ রবিবার ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
স্থানীয়রা জানায়, অভিযুক্ত ধর্ষক মুসার স্ত্রী ও দুই সন্তান বাড়ি না থাকার সুযোগে পাশের বাড়ির ভাতিজির মেয়ে ৪ বছরের ওই শিশুকে কোমল পানীয়ের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নেয়। এ সময় মুসা শিশুকে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার দিলে পাশের বাড়িতে থাকা তার মা এগিয়ে গিয়ে আপত্তিকর অবস্থায় দেখতে পান। বিষয়টি স্থানীয়দের জানালে মুসা কৌশলে নিজ ঘরে তালা দিয়ে পার্শ্ববর্তী পুলিশ সদস্য আব্দুস ছালামের বাড়িতে আশ্রয় নেন। উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে ছালামের বাড়িতে ঢুকে মুসাকে গণধোলাই দেয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুসা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, খবর পেয়ে ভুক্তভোগী শিশু ও মুসাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। রবিবার সকালে অভিযুক্ত মুসাকে আদালতের মাধ্যমে জেল পাঠানো হয়েছে।