কাশ্মীরে সন্ত্রাসী হামলা, ৫ জওয়ান নিহত

আপডেট: June 13, 2019 |

 

ফের অশান্ত হয়ে উঠেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর অংশ। পুলওয়ামা হামলার মাস চারেক পর আবারও ভারতীয় জওয়ানদের ওপর হামলা চালাল সন্ত্রাসীরা। হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) পাঁচ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বুধবার সন্ধ্যায় এ হামলা চালানো হয়। এসময় নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় এক সন্ত্রাসীও নিহত হয়েছে। নিহত জওয়ানরা হলেন সহকারী উপ-পরিদর্শক নীরু শর্মা, কনস্টেবল এস কুমার, কনস্টেবল এম কে কুশওয়া, সহকারী উপ-পরিদর্শক রমেশ কুমার ও কনস্টেবল মহেশ কুমার। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন আল-উমর মুজাহিদিন।

জানা যায়, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ব্যস্ত কেপি চকের কাছে বাসস্ট্যান্ডে টহল দিচ্ছিলেন সিআরপিএফ জওয়ানরা। সে সময় মোটরসাইকেলে চড়ে সেখানে আসে দুই জঙ্গি। জওয়ানদের লক্ষ্য করে তারা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এসময় ঘটনাস্থলেই এক জওয়ান নিহত হন। হাসপাতালে নেওয়ার পরে চারজন মারা যান। সূত্র : এনডিটিভি

Share Now

এই বিভাগের আরও খবর