স্বাধীনতা দিবস উপলক্ষে বিসিবির বিশেষ ক্রিকেট ম্যাচের আয়োজন

আপডেট: March 25, 2024 |

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টি-টেন সংস্করণে প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে ১০ ওভারের ক্রিকেটে লড়াই করবেন হাবিবুল বাশার সুমন-মিনহাজুল আবেদীন নান্নুরা।

আগামীকাল মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটাররা ম্যাচটিতে অংশগ্রহণ করবেন।

প্রতি বছরই বিভিন্ন দিবসে বিসিবি এমন আয়োজন করে থাকে। তবে অন্যান্যবার ২০ ওভারের ম্যাচ হলেও এবার হতে যাচ্ছে ১০ ওভারে। রমজানের কারণে এবার ওভার কমিয়ে টি-টেন সংস্করণে আয়োজন করা হচ্ছে।

লাল দল: নাইমুর রহমান দুর্জয়, আকরাম খান, হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, তুষার ইমরান, আব্দুর রাজ্জাক, হান্নান সরকার, ফয়সাল হোসেন ডিকেন্স, ডলার মাহমুদ, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), জামাল উদ্দিন আহমেদ, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আলী।

সবুজ দল: জাভেদ ওমর বেলিম, শাহরিয়ার নাফিস, মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাসুদ পাইলট, রাজিন সালেহ, এহসানুল হক সেজান, সানোওয়ার হোসেন, মোহাম্মদ সেলিম (উইকেটরক্ষক), মোহাম্মদ রফিক, সজল চৌধুরী, মাহবুবুল আলম রবিন, রবিউল ইসলাম, নাজমুল হোসেন, সৈয়দ রাসেল, রকিবুল হাসান।

Share Now

এই বিভাগের আরও খবর