হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট: March 26, 2024 |

রকিবুল হাসান রিপন, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি রোকনুজ্জামান সোহেলের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন,উপজেলার সহকারী কমিশনার(ভুমি)লোকমান হোসেন, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহাবুবুল আলম প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন,মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। বর্তমান সরকার তাদের জন্য সকল সুযোগ সুবিধা দিচ্ছেন, আগামীতে আরও সুযোগ বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো।

তবে নির্বাচন এলে অনেক মুক্তিযোদ্ধারাই রাজাকারের বংশধরের পক্ষ নেয় এটা ঠিক নয়। যারা জাতীয় নির্বাচনের সময় রাজাকারের পক্ষ নিয়েছিল তাদেরকে কোন অনুষ্ঠানে ডাকা যাবেনা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পল্লব, হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন সহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক কমান্ডার ফাউন্ডেশন হাতীবান্ধা কর্তৃক ২০২৩ সনে এসএসসি পাস শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত দশজনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর