গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থার জন্য আমরা সংগ্রাম করেছি : মির্জা ফখরুল

আপডেট: April 3, 2024 |

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থার জন্য আমরা সংগ্রাম করেছি।

এই আওয়ামী লীগ পূর্বেও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল এখনো তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে।

আমরা সংগ্রাম ও লড়াই করছি। সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়ে সরকারকে হটাতে সংগ্রাম করবে।

বুধবার (৩ এপ্রিল) ঠাকুরগাঁও জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আইনজীবীদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানুষের সব অধিকারকে কেড়ে নিয়েছে আওয়ামী লীগ সরকার উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, গোটা দেশ এখন দুর্নীতিতে ছয়লাব হয়ে গেছে।

রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা হয়েছে। যার ফলে আজ মানুষ অসহায় অবস্থার মধ্যে আছে। সার্বিকভাবে সমগ্র রাষ্ট্রকে দলীয় রাষ্ট্রে পরিণত করা হয়েছে।

নির্বাচনকে প্রশাসনের নির্বাচন করায় অনেকেই বলছেন ডামি নির্বাচন।

এসময় অনুষ্ঠানে জেলা বিএনপি’র আইনজীবীরা সহ জেলার শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর