সাংবাদিক অধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

আপডেট: April 3, 2024 |

পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘সাংবাদিক অধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৩ এপ্রিল) রাজধানীর বিজয় নগরে একটি অভিজাত হোটেলে এ আয়োজন করা হয়। আলোচনা সভার প্রধান বিষয় ছিল সাংবাদিকদের অধিকার রক্ষায় সাংবাদিক সংগঠনের ভূমিকা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক।

সংগঠনের সাফল্য কামনা করে এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, এ সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য পূরণে আমার যত সহযোগিতা প্রয়োজন আমি সেটা পাশে থেকে করব। আজকের আলোচনার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আমাদের সাংবাদিক নেতাদের মধ্যে সাংবাদিকদের জন্য কাজ করার দায়িত্ববোধ সঠিক ভাবে আছে কিনা সেটাই হচ্ছে বড় বিষয়। সাংবাদিক অধিকার পরিষদ আজকে আলোচনার মধ্য দিয়ে আমাদের দায়িত্ব কতটুকু সেটিই মনে করিয়ে দিলো।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মঞ্জুরুল আলম আঙ্গুর বলেন, গণমাধ্যমকর্মীদের যেকোনো বিপদে পাশে দাঁড়াবে আমাদের এ সংগঠন। সুবিধাবঞ্চিত সাংবাদিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করা হবে।

সভায় সভাপতিত্ব করেন মোঃ মঞ্জুরুল আলম আঙ্গুর ও সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বাকী বিল্লাহ।
এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম খান তপু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কোষাধক্ষ্য খাইরুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মানিক লাল ঘোষ,সাবেক কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান

Share Now

এই বিভাগের আরও খবর