বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফল ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসক

আপডেট: April 4, 2024 |

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় অাগুনে পুড়ে ক্ষতিগ্রস্হ ফল ব্যবসায়ীদেরকে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক।

০৩ এপ্রিল (বুধবার) সকাল ১১ টার দিকে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্হা ফল ব্যবসায়ীদের হাতে ২০ হাজার টাকা করে তুলে দেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।

এসময় ৭ ফল ব্যবসায়ীকে মোট ১ লাখ ৪০ হাজার টাকার সহায়তা দেওয়া হয়।

এর আগে গত মার্চ মাসের ২০ তারিখ দিবাগত রাত ১ টার দিকে বগুড়ার ফলপট্টিতে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্হ হন।

০৩’ এপ্রিল বুধবার ওই ক্ষতিগ্রস্হ ফল ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়ার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মেজবাহুল করীম,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফিরোজা পারভীন ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশহানুল কবীর।

বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন,’যে কোনো দুর্ঢ়োগে বগুড়া জেলা প্রশাসন দুর্যোগ মোকাবিলা, উদ্ধার কার্যক্রম, মানবিক সহায়তা প্রদানসহ অন্যান্য সব কার্যক্রম সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

তিনি অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকেই আরও সচেতন ও সতর্ক হওয়ার জন্য আহবান জানান।

আর্থিক সহায়তা পাওয়ার পর ফল ব্যবসায়ী মোঃ সেকেন্দার আলী বলেন, টাকাটা বড় নয়, সরকার যে এমন ভাবে পাশে দাঁড়িয়েছেন এটাই সবচেয়ে বড় বিষয়। আমরা সবাই খুব খুশিও আনন্দিত।

উল্লেখ্য, এর আগে গত মার্চ মাসের ২৩ তাটিখ দিবাগত রাত ১ টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

আগুনে অন্তত ১০ টি দোকান পুড়ে ছাই হয়েছে। ব্যবসায়ীদের মতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার মতো। প্রতিটি দোকানেই লক্ষ লক্ষ টাকার মালামাল ছিল ও ক্যাশ ছিল। সব পুড়ে ছাই হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর