মান্দায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

আপডেট: May 9, 2024 |
inbound3359133229951925072
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় বজ্রপাতে বাবুল হোসেন (৩৫) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নূরুল্লাবাদ ইউনিয়নের চকনারায়ণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল ওই গ্রামের দেলবর রহমানের ছেলে।

স্থানীয় কৃষক কালাম হোসেন জানান, একদল শ্রমিক মাঠে ধান কাটার সময় বৃষ্টি শুরু হয়।

এ সময় অন্য শ্রমিকরা দৌড়ে গিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। নিহত বাবুল হোসেন আশ্রয়ে যাওয়ার সময় বজ্রপাত হয়। বজ্রপাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর