চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামে ৬৪ জেলায় মামলা হতে পারে : ডি এ তায়েব

আপডেট: May 22, 2024 |

চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামে ৬৪ জেলায় মামলা হতে পারে- এমনটাই জানালেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ সভাপতি ডি এ তায়েব। কারণ হিসেবে তিনি মানহানিকর কথাবার্তার কথা উল্লেখ করেন।

বুধবার (২২ মে) চলচ্চিত্রের ১৯ সংগঠনের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ডি এ তায়েব।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ঝামেলা যেন কাটছেই না। ফুলের মালা দিয়ে বরণের ২৫ দিন পর আদালতে রিট করেছেন নিপুণ আক্তার।

মনোয়ার হোসেন ডিপজলকে অশিক্ষিত এবং ডিএ তায়েবকে নিয়ে মন্তব্য করেন। নিপুণকাণ্ডে বৈঠক করে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠন। এ সময় ডি এ তায়েব বলেন, ওনার (নিপুণ) বিরুদ্ধে ৬৪ জেলায় মামলা হচ্ছে। আমার ভক্তরা তার বিরুদ্ধে জেলায় জেলায় মামলা করবে। তারা এরই মধ্যে সবকিছু রেডি করে ফেলেছে। ৫০১ ধারায় মামলা করবে। আমার ভক্তরা মনে করছেন, নিপুণ আমার মানহানি করেছে। সেজন্য তারা নিপুণের নামে মামলা করবে।

Share Now

এই বিভাগের আরও খবর