ইতা‌লি‌তে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত র‌কিবুল হক

আপডেট: June 9, 2024 |
inbound5148668030662681165
print news

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ. টি. এম. রকিবুল হককে ইতালিতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত মো. ম‌নিরুল ইসলামের স্থলা‌ভি‌ষিক্ত হবেন।

রোববার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানানো হ‌য়ে‌ছে।

রকিবুল হক বিসিএস (পররাষ্ট্র) ২০তম ব্যাচের একজন কূটনীতিক। তিনি ২০০১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। ২০২১ সালের আগস্ট থেকে তিনি দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক হিসেবে মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। এর আগে রকিবুল হক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার ছিলেন।

বর্ণাঢ্য কূটনৈতিক কর্মজীবনে রকিবুল হক ইসলামাবাদ, হেগ এবং নিউইয়র্কে (জাতিসংঘের স্থায়ী মিশন) বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

রকিবুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়াও তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্স গ্রহণ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর