হিন্দিতে ডাবিং হয়ে মুক্তি পেয়েছে সুলতানপুর সিনেমা

আপডেট: June 19, 2024 |
boishakhinews 29
print news

 

গত বছরের ২ জুন দেশের সিনেমা হলে মুক্তি পায় ‘সুলতানপুর’ সিনেমাটি। সৈকত নাসির পরিচালিত পলিটিক্যাল থ্রিলার সিনেমাটি মূলত দুই দেশের সীমান্তবর্তী একটি এলাকার রোমাঞ্চকর গল্প নিয়ে তৈরি। সীমান্ত এলাকার চোরাচালান, বাটপারি, ক্ষমতার বড়াই, মাদক পাচারসহ এমন আরো অনেক বিষয় সামনে রেখে সিনেমাটি নির্মাণ করেছিলেন পরিচালক।

সিনেমাটি নিয়ে নতুন খবর হলো, ‘সুলতানপুর’ সিনেমাটি এরই মধ্যে হিন্দিতে ডাবিং হয়ে মুক্তি পেয়েছে একটি ভিনদেশি ওটিটিতে।

নির্মাতা সৈকত নাসির বলেন, “দেশে মুক্তির পর থেকেই ভারতের বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থা থেকে হিন্দি ভাষায় মুক্তির লক্ষ্যে আমার সঙ্গে যোগাযোগ করেছে। অবশেষে ভারতের স্বনামধন্য অনলাইন প্ল্যাটফরম ‘আল্ট্রার’র সঙ্গে চুক্তি হয়েছে। এরই মধ্যে হিন্দি ভাষায় ‘সুলতানপুর’ ডাবিং করে ‘আল্ট্রার’য় স্ক্রিনিংও করা হয়েছে।”
এই নির্মাতা আরো জানিয়েছেন, শুধু হিন্দি ভাষায়ই নয়, অচিরেই সুমন ফারুকদের ‘সুলতানপুর’ মুক্তি পাবে চায়নিজ ভাষায়ও।

ইতিমধ্যে চায়নার নামকরা একটি কম্পানির সঙ্গে চূড়ান্ত আলাপও সম্পন্ন হয়েছে। সব কিছু ঠিক থাকলে শিগগিরই সুখবরটি দিতে পারবেন এই নির্মাতা।
সিনেমাটিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন নবাগত সুমন ফারুক। তার বিপরীতে দেখা গেছে অধরা খানকে।

শুধু সুমন ফারুক আর অধরাই নন, সিনেমাটিতে আরো এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রীকে দেখা গেছে। এই তালিকায় আছেন আশীষ খন্দকার, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধারা।

Share Now

এই বিভাগের আরও খবর