গলাচিপায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ উদ্বোধন

আপডেট: June 21, 2024 |
inbound2260773481610679184
print news

আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ পটুয়াখালীর গলাচিপায় শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন। এর আগে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন ও জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম রনো।

এসময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ক্রিড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় গলাচিপা একাদশ বনাম গজালিয়া একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে।

এতে রেফারির দ্বায়িত্ব পালন করেন আবদুল্লাহ আল আজাদ। উৎসমুখর অনুষ্ঠানের মধ্যে দিয়ে দর্শকদের হৈ-হুল্লোড়ের খেলাটি অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর