প্রাথমিকের শিক্ষার্থীরা টিফিনে পাবে দুধ-কলা-ডিম

আপডেট: June 24, 2024 |
inbound2935464361992190607
print news

আগামী মাস থেকে ফের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিড–ডে মিল কর্মসূচি চালু হচ্ছে। জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনে রুটি, দুধ, কলা ও ডিম দেয়া হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানিয়েছে, বান্দরবান ও কক্সবাজার জেলার বিদ্যালয় দিয়ে এই কর্মসূচি শুরু হচ্ছে। এরপর ধাপে ধাপে সব বিদ্যালয়েই চালু হবে মিড–ডে মিল।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, ‘মিড–ডে মিলে বনরুটি, ডিম, কলা এবং স্থানীয় যে মৌসুমী ফল আছে সেগুলো পাবে।

একটা মডালিটিতে এটা পরিচালিত হবে। ধাপে ধাপে সকল উপজেলায় আমরা এই কর্মসূচি সম্প্রসারণের চেষ্টা করব। ’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৫০টি উপজেলার ৩৭ লাখ শিক্ষার্থীকে মিড–ডে মিল দেয়া হবে। প্রকল্পটির জন্য এরই মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে ১ হাজার ১৫১ কোটি টাকা।

জুলাই থেকে চালু হচ্ছে কক্সবাজার ও বান্দরবান জেলার ১ হাজার ৯৫টি স্কুলে। এরপর ধাপে ধাপে সব উপজেলায় দেওয়া হবে এই খাবার।

Share Now

এই বিভাগের আরও খবর