রাজধানীর সিএমএম কোর্টের সামনে পুলিশের গাড়িতে আগুন
রাজধানীর সিএমএম কোর্টের সামনে জনসন রোডে পুলিশের একটি পিকআপ পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে।
আজ রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে আন্দোলনকারীদের একটি মিছিল ওই এলাকা দিয়ে যায়। এসময় তারা শেখ হাসিনার পতন চাই, ছাত্র হত্যার বিচার চাই বলে স্লোগান দিতে থাকেন।
এ সময় আদালত প্রাঙ্গণে পাল্টা পাল্টি বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা। এক পর্যায়ে জনসন রোডে পুলিশের পিকআপ ভাঙচুর করে তাতে আগুন দেয়া হয়। এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে পারা যায়নি।
রাজধানী ঢাকাসহ সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছে। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।
রাজধানীর পরিবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামানের কার্যালয়ে আগুন দেয়া হয়েছে।
মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।