নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

আপডেট: August 8, 2024 |
inbound8716175591430087844
print news

নেপালের রাজধানী কাঠমান্ডুর অদূরে গভীর জঙ্গলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ আরোহী নিহত হয়েছেন। বুধবার (৭ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এপির।

দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ৫ জন আরোহী ছিলেন। এদের মধ্যে চারজন চীনা পর্যটক এবং একজন পাইলট।

বেসামরিক বিমান কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হেলিকপ্টারটি নেপালের রাজধানী কাঠমুন্ডু থেকে সায়াব্রুবেসির উদ্দেশে রওনা দিয়েছিল।

উড্ডয়নের মাত্র তিন মিনিট পরেই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর এটি কাঠমুন্ডুর উত্তরে নুওয়াকোট জেলায় বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়।

জানা গেছে, ঘটনাস্থলে উদ্ধারকাজের জন্য আরেকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। এরই মধ্যে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নুওয়াকোটের জেলার কর্মকর্তা রাম কৃষ্ণ অধিকারী।

তিনি জানিয়েছেন, হেলিকপ্টারটি পাহাড়ি ঢালের একটি জঙ্গলে বিধ্বস্ত হয়েছে। তবে এটি কেন বা কীভাবে বিধ্বস্ত হয়েছে, তা এখনও জানা যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর