সবার সাথে আলোচনা করে স্কুল খোলার সিদ্ধান্ত বাস্তবায়ন করবো: বিধান চন্দ্র

আপডেট: August 12, 2024 |
inbound924830717173570061
print news

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান চন্দ্র বলেছেন, একটা বিশেষ মুহূর্তে সরকার গঠিত হয়েছে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কাজ করবেন তারা। তিনি বলেন, অস্থিরতা না কমলে বাচ্চাদের স্কুলে পাঠাবে না, তাই তারা সবার সাথে আলোচনা করে স্কুল খোলার সিদ্ধান্ত বাস্তবায়ন করবো।

সোমবার (১২ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, শ্রদ্ধা জানালাম স্মৃতিসৌধে, কেন্দ্রীয় শহীদ মিনারে।

তিনি বলেন, কর্মকৌশল ঠিক করবো। সবার সহযোগিতা নিয়ে কাজ করবো। বলেন, মন্ত্রণালয়ের কাজটা বুঝবো এরপর কাজ শুরু করবো।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, বাচ্চাদের শিক্ষাটা ব্যক্তির জীবন গড়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখে। প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করা তার লক্ষ্য। বলেন, শিক্ষার্থীরা যেন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য তারা সহযোগিতা করবেন।

Share Now

এই বিভাগের আরও খবর