বগুড়ার শিবগঞ্জে স্বামী সংসারে ফিরতে এক অন্তঃসত্ত্বা নারীর সংবাদ সম্মেলন

আপডেট: September 20, 2024 |
inbound9114103288756995033
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের নারায়ণ শহর গ্রামের হেলেনা নামের এক অন্তঃসত্ত্বা নারী স্বামীর সংসারে ফিরে যেতে বৃহস্পতিবার বিকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নারায়ণ শহর পশ্চিম পাড়া গ্রামের মোশারফ আলীর ছেলে এরশাদ এর সাথে দীর্ঘদিন পূর্বে তার বিয়ে হয়।

বিয়ের পর দাম্পত্ত জীবনে তাদের ঘরে ২ সন্তান জন্ম নেয়। সম্প্রতি মুঠোফোন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়।

ওই নারী অভিযোগ করেন তার স্বামী পারিবারিক বিষয় নিয়ে মাঝে মধ্যেই তাকে শারীরিক ও মানুষিক ভাবে জ্বালা যন্ত্রণা করে আসছিলো।

তিনি আরো বলেন, এরশাদ তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তালাক প্রদান করেছে। পিতা-মাতা হারা ভুক্তভোগী নারী বলেন, তিনি ২ মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু তার স্বামী তাকে তালাক প্রদান করায় সে মানবেতর জীবন যাপন করছে।

সংবাদ সম্মেলনের সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর