মান্দায় দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়

আপডেট: October 3, 2024 |
inbound814609110008001252
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে মান্দা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীন কুমার দাস, সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্তসহ উপজেলার ১০৩টি দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত আলোচনা করা হয়। সেইসঙ্গে পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের মতামত গ্রহণ করা হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর মান্দা উপজেলায় মোট ১০৩টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর