ভুট্টাক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

আপডেট: March 16, 2025 |
inbound756233138009771395
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে রুমা আক্তার (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও ঢলোকালী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।এ ঘটনায় স্বামী দেলোয়ার হোসেন (৪৫) পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বিয়ের প্রায় ১৪ বছর ধরে রুমা বিভিন্নভাবে স্বামীর কাছে নির্যাতনের শিকার। অন্য একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল দেলোয়ারের।

জানতে পেরে প্রতিবাদ করায় পাশবিক নির্যাতন করে রুমাকে হত্যা করে ভূট্টা ক্ষেতে ফেলে রেখে পালিয়েছে এমন অভিযোগ করেন স্থানীয়রা।

অন্যদিকে এ বিষয়ে দেলোয়ারের পরিবারের কেউ কথা বলতে রাজি হননি।

তবে এলাকাবাসী জানায়, মেয়েটি অনেক ভালো ছিল। দেলোয়ার একজন অটো চালক। বিভিন্ন কারণে রুমাকে মারধোর করতে দেখেছি আমরা।

আজ বেলা ১২ টার দিকে আমরা ভাতগাঁও গ্রামে ভূট্টা ক্ষেতে রুমা নামে এই মহিলার লাশ দেখতে পেলে পুলিশকে খবর দেওয়া হয়।

পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে কাপড়, পায়ের জুতাসহ বেশকিছু আলামতও সংগ্রহ করা হয়।

নিহত ঐ নারীর স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে তার ঝগড়া বিবাদ চলছিল। হয়তো তাকে নির্যাতনের পর মেরে ফেলে রাখা হয়েছে। তার এক ছেলে এক মেয়ে সন্তান রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি তাদের।

ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর