শিবগঞ্জের এক রাজমিস্ত্রী হেলিকপ্টার তৈরী করে চাঞ্চল্য সৃষ্টি করেছে

আপডেট: April 13, 2025 |
inbound8289256925620059045
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের কিচক ইউনিয়নের মাটিয়ান গ্রামের কৃষক মকবুল হোসেনের ছেলে হতদরিদ্র রাজমিস্ত্রী আরিফুল ইসলাম হেলিকপ্টার তৈরী করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

আগামী ১৫-২০ দিনের মধ্যে বাকী কাজ সম্পূর্ণ করে আকাশে উড়াতে সক্ষম হবে বলে দাবী করেন রাজমিস্ত্রী আরিফুল।

আরিফুলের বাড়িতে গিয়ে দেখা যায় ছোট্ট একটি ঝুপড়ি ঘরের মধ্যে তৈরী হচ্ছে হেলিকপ্টার আশেপাশে পরে রয়েছে নানা সরঞ্জাম।

নিজের স্বপ্ন বাস্তবে রূপ দিতে ২০১৮ সাল থেকে ৭ বছর যাবত দৈনিক আয়ের কিছু অংশ থেকে হেলিকপ্টার তৈরীর সরঞ্জাম ক্রয় করে হেলিকপ্টার তৈরী করেছে তিন।

এতে তার প্রায় ২ লক্ষ টাকা খরচ হয়েছে। বাঁকী কাজ সম্পূর্ণ করতে আরো ৫০ হাজার টাকার প্রয়োজন বলে জানান তিনি।

টাকার ব্যবস্থা হলে আগামী ২০ দিনের মধ্যে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করে হেলিকপ্টারটি আকাশে উড়াতে সক্ষম হবে বলে জানান তিনি।

মাটিয়ান গ্রামের জাকারিয়া জুয়েল বলেন, ছোট বেলা থেকে আরিফুল অনেক কিছু তৈরী করতো। হতদরিদ্র আরিফুল তার উপার্জনের টাকা দিয়ে হেলিকপ্টার তৈরী করছে।

সরকারী ভাবে কোন সহায়তা পেলে ভবিষ্যতে আরো ভাল কিছু তৈরী করতে পারবে। আরিফুলের স্ত্রী সালমা বেগম বলেন, স্বামী-স্ত্রী ও এক মেয়েকে নিয়ে অতি কষ্টে তারা জীবন যাপন করেন।

আমার স্বামী তার স্বপ্ন পূরন করতে উপার্জনের টাকা ব্যয় করে হেলিকপ্টার তৈরী করছে এতে আমাদের কষ্ট হলেও আমরা খুশি।

কিচক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, হেলিকপ্টার তৈরীর বিষয়টি আমি জেনেছি। এটা ইউনিয়ন বাসী হিসেবে গর্বের বিষয়। আমরা তার উদ্যোগকে স্বাগত জানায়।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, হেলিকপ্টার তৈরী করায় আমরা তাকে সাদুবাদ জানাই।

তাকে উৎসাহ যোগাতে প্রয়োজনে তাকে সরকারী ভাবে সহযোগীতা করা হবে। হেলিকপ্টার দেখার জন্য প্রতিদিন তার বাড়ীতে শত শত মানুষ ভিড় জমাচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর