বগুড়ায় ক্লু-লেজ ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার

আপডেট: May 17, 2025 |
inbound2728076448790355841
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় গোয়েন্দা পুলিশ(ডিবি)’র অভিযানে ক্লু-জেল ডাকাতি মামলার দুই আসামীকে নাটোরের সিংড়া এবং বগুড়ার শিবগঞ্জে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
১৬ মে (শুক্রবার) নাটোর জেলার সিংড়া থানা এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃ জেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-নাটোর জেলার সিংড়া থানাধীন গোয়ালবাড়িয়া গ্রামের মোঃ এমামুল হক(৪০) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন বড়াইল গ্রামের মোঃ রুবেল(২৯)।

এনামুল হকের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় চুরি,ছিনতাই ও মাদকের ৭ টি মামলা বিচারাধীন রয়েছে।

আজ শনিবার (১৭ মে) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া বিডির ইনচার্জ ইকবাল বাহার।

বগুড়ার ডিবির ওসি ইকবাল বাহার জানান, গত ২৭ এপ্রিল চট্টগ্রামের কালুরঘাট শিল্পনগরী এলাকা থেকে একটি ট্রাক ৭৫ ড্রাম মীর বনসপাতি পাম তেল লোড করে রংপুর জেলার উদ্দেশ্যে পাঠানো হয়।

তবে পথিমধ্যে,২৮ এপ্রিল রাত ৩টার দিকে বগুড়া সদর উপজেলার দীঘলকান্দি পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে মহাসড়কে ১০ থেকে ১২ জন ডাকাত ট্রাকটির গতিরোধ করে।

করে তাঁরা চালক ও হেলপারকে মারধর করে হাত-পা বেঁধে তেকসহ ট্রাকটি ডাকাতি করে নিয়ে যায়।

ঘটনার পরদিন বগুড়া সদর থানায় মামলা (নং-৮৭, তারিখ-৩০ এপ্রিল ২০২৫) রুজু হয়।

মামলাটি ৩৯৫/৩৯৭ ধারায় গ্রহণ করে পুলিশ তদন্ত শুরু করে।পরবর্তীতে ডিবি পুলিশের একটি দল সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানার কড্ডার মোড় ফ্লাইওভারের নিচ থেকে ট্রাকটি উদ্ধার করে।

এসময় ট্রাকে থাকা তাকাতি হওয়া পাম তেলের মধ্যে ৪০ ড্রাম (৭,৪০০) লিটার তেল পাওয়া যায়।

গোপন সংবাদের ভিত্তি বগুড়া ডিবি পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারি চালিয়ে গত ১৫মে নাটোরের সিাংড়া বাজার এলাকা থেকে এনামুল হককে গ্রেফতার করে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, পরদিন (১৬ মে) বগুড়ার শিবগঞ্জ উপজেলার কামতার এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামী এনামুল ও রুবেলকে সংশ্লিষ্ট মামলায় আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর