শিবগঞ্জে মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় “মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪” বিষয়ক উপজেলা কমিটির একদিবসীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে (সোমবার) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, শিবগঞ্জ, বগুড়া, এবং সহযোগিতায় ছিল “সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অফ মাদার এন্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম (SIMCBP)” শীর্ষক প্রকল্প, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী,বিডি প্রতিনিধি লায়লা পারভীন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা আল মোজাহিদ সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম রুহুল আমিন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম ফকির, শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ।
প্রশিক্ষণে বক্তারা মা ও শিশুর পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ, ভাতা প্রদান পদ্ধতি, সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া, ভোগান্তি হ্রাস ও কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করেন।
সভায় বক্তারা বলেন, সরকারের এই মহৎ উদ্যোগ একটি বৈষম্যহীন, নিরাপদ ও সুস্থ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মা ও শিশুর সার্বিক কল্যাণে সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান জানান তারা।